হরিণাকুণ্ডুতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

হরিনাকুন্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮২ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ,ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া,তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ,দৌলতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কাপাশাটীয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু,ফলসী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বসির উদ্দীন,চাঁদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,উপজেলা ইমাম সমিতির সভাপতি মঈন উদ্দীন,হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি সুদিপ্ত সালাম প্রমুখ। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, ফসলি জমির মাটি কাটার ব্যাপারে ব্যবস্হা গ্রহন, এক মাস পার হলেও উপজেলা মোড় থেকে মোটর সাইকেল চুরির ব্যাপারে কোন তথ্য উদঘাটন না হওয়া, অনলাইন জুয়া ও ক্যারাম খেলা বন্ধ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর