ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফ্রেব্রয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা শাহা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পৌর মেয়র ফারুক হোসেন,হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, কৃষি অফিসার হাফিজ হাসান,ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,জাহিদুল ইসলাম বাবু মিয়া,মনজুর রাশেদ,আবুল কালাম আজাদ,শরাফত দৌলা ঝন্টু,বসির উদ্দীন,কামাল হোসেন।
এসময়,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী,প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বাল্যবিয়ে,ইভটিজিং,সন্ত্রাস,মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।