ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফারুক হোসেন , থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
‘তথ্য প্রযুক্তির যুগে, জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান,পল্লিবিদ্যুৎ ডিজিএম, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সাংবাদিক এম সাইফুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, পশু সম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু,যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এ্যাড খাদা বখস,এশিয়া আরসেনিক নেটওয়ার্কের ফিল্ড অফিসার জিহাদুল ইসলাম চৌধুরী,বৃদ্ধাশ্রম এর সাধারণ সম্পাদক ইস্মতারা বেগম সহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তারা উপস্থিত ছিলেন।
আলচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সুস্মিতা সাহা তথ্য প্রাপ্তির নিয়মকানুন সহ তথ্য অধিকার নিশ্চিতে নানা দিক তুলে ধরেন।