ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রসাশনের আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক,ডেঙ্গু , জঙ্গীবাদ,উন্নয়নমূলক ও উপজেলার সার্বীক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার জেলা পরিষদ অডেটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার জেলা প্রসাশক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান,হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন,পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ, ইসলামি ফাউন্ডেশনের ডিডি মোঃ আব্দুল হামিদ খান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় এসময় সভায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার ওলিউর রহমান রনি, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাউলানা ময়নদ্দীন আহমেদ, ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, মনজুর রাশেদ,বসির উদ্দীন,নাজমূল হুদা তুষার,জাহিদুল ইসলাাম বাবু মিয়া, কামাল হোসেন, পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইমাম বৃন্দ,রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সাইফুজ্জামান তাজু, এইচ মাহবুব মিলু, সামছুল আলম লিপু, রুবেল আহম্মেদ,মোস্তাফিজুর রহমান টুটুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় আলোচক জেলা প্রসাশক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান ইমাম, ইউপি চেয়ারম্যান,সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন জুম্মার নামাজে খুদবা পেশ করা কালীণ সময়ে নমাজ পড়তে আশা মুসুল্লিদের বাল্যবিবাহ নিরোধ কল্পে করনীয় বিষয় সহ মাদক ও জঙ্গীবাদ, সামাজিক অপরাধ থেকে দুরে থাকার আহব্বান জানানোর পাশাপাশি বর্তমান আতঙ্ক ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে জনসাধারণদের অবহিত করতে আহব্বান জানান।