হরিণাকুণ্ডুতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রসাশনের আয়োজনে বুধবার বিকালে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার, কর্মশালা ও প্রদর্শণী আয়োজনে প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ তানভীর হোসেন এর সঞ্চালনায় প্রস্তুতীমূলক সভায় উপস্থিত ছিলেন াউপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা প্রকৌশুলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,সমবায় কর্মকর্তা শামিমা নাসরিন,সমাজসেবা কর্মকর্তা শিউলি রানী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান,সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোক্তার আলী,মান্দীয়া কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন,কাপাশহাটিয়া কলেজের অধ্যক্ষ মোতালেব হোসেন,প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু,নিয়ামত আলী,শহিদুল (প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়) ,শহিদুল ইসলাম(কেবি মাধ্যমিক বিদ্যালয়) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

সভায় আগামী ১২নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী প্রদর্শনী মেলায় স্কুল,কলেজ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর অংশগ্রহণ করবে। এছাড়াও একই দিনে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে সেমিনারে সকলকে অংশগ্রহণের আহব্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর