ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় কালে সন্তোষ প্রকাশ করলেন হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ইউএনও এবং বাংলাদেশ সরকারের ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান(সচিব) ড.অমিতাভ সরকার। সোমবার সকালে তিনি প্রথমে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন,এছাড়াও তিনি ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এসময় ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্য) রাজিবুল ইসলাম খান,ড.অমিতাভ সরকারের একান্ত সচিব মোঃ মাসুদুল আলম,উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা সহ সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্য) রাজিবুল ইসলাম খান, ড. অমিতাভ সরকারের একান্ত সচিব মোঃ মাসুদুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,থানা অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু,উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন, নির্বাচন অফিসার নূর-উল্লাহ, উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান,জাইকা উপজেলা সমন্ময়কারী কামরুন নাহার,উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন,তথ্য আপা শামীমা সুলতানা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম সমিতির সভাপতি, প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
একই সময়ে সহকারী অধ্যাপক মাহাবুব মোরশেদ শাহীন এর ঐকান্তিক প্রচেষ্টায় সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ মুক্তরা আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে তিনি পৌরসভার বৈঠাপাড়ায় শিল্পি আবিদ স্মৃতি প্রতিবন্ধী ও পূর্ণবাসন কেন্দ্রে প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এ্যাড, খোদা বখস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় সহকারী অধ্যাপক মাহাবুব মোরশেদ শাহীন, কাপাশহাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যার মজনুর আলম,সিনিয়ার সাংবাদিক মোখলেচুর রহমান লাড্ডু সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকালে শিশুকলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সরকারের ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড.অমিতাভ সরকার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলীর সভাপতিত্বে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার পাশাপাশি পরিক্ষার্থীদে ভলোকরে পাঠদানে উৎসাহ দেন।