হরিণাকুণ্ডুতে ঐতিহাসিক ৭ই মার্চে প্রশাসনের নানা আয়োজন

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৮৮ বার পঠিত

 

হরিণাকুণ্ডুতে বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যদিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ।
মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পূরুষ্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,পৌরসভার মেয়র ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, উপজেলা আ,লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আফজাল হোসেন।
এসময় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু,আবুল কালাম আজাদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দীন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান ,উপসহকারী্ বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন,সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী, বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা নাজমা সানাওয়াত, হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান শিক্ষক নিয়ামত আলী, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা শেষে সোমবারে অনুষ্ঠিত সাংস্কৃতিক,৭ই মার্চের ভাষণ,কবিতা আবৃতি,চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশনেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও সুস্মিতা সাহা ও প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর