হরিণাকুণ্ডুতে কুমার নদে ডুবে দুই বোনের মৃত্যু

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১০০ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লীতে কুমার নদীর ধজে পড়ে ডুবে মামাতে ফুপাতে দুই বোনের মৃত্যর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার(৮অক্টোবর)দুপুর আনুমানিক ২টায় উপজেলার রঘুনাথপূর ইউনিয়নের নিত্যনন্দপূর গ্রাম দিয়ে বয়ে যাওয়া কুমার নদিতে।
জানাযায়,মৃত দুই জন একে অপরের মামাতো ফুপাতো বোন।
(মামাতো বোন) মৃত আরিফা খাতুন(০৪) নিত্যনন্দপূর গ্রামের সাইফুল ইসলামের মেজ মেয়ে এবং অপর (ফুপাতো বোন)মৃত ইয়াসমিন আক্তার(০৫) বাশুদেবপুর গ্রামের উজ্জল হোসেনের মেয়ে।
মৃতের স্বজন ও এলাকাবাসী সুত্র জানায় নিত্যনন্দপূর গ্রামে ছোটমামা আশরাফুল ইসলামের বিয়েতে বেড়াতে এসে ইয়াসমিন আক্তার তার মামাতো বেন আরিফাকে নিয়ে মামাবাড়ীর পার্শবর্তী কুমার নদীর ধারে খেলতে যায় একসমায় সাতার নাজানা দুই বোনেরই নদীর ধজে পড়ে পানিতে ডুবে মৃত্য হয়। পরে এলাকাবাসীর কয়েকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।
প্রতিবেশী ও হরিণাকুণ্ডু থানা সুত্রে জানা যায় বিয়ের অনুষ্ঠানে বরকে গোসল করানোর কাজে সবাই ব্যস্ত থাকার ফাকে এই ঘটনা ঘটেছে।এবিষয়ে থানায় অপমৃত্যের মামলা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর