হরিণাকুণ্ডুতে কোমলমতি শিশুদের পাশে শিক্ষক ও মায়ের ভূমিকায় ইউএনও

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১২২ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়ার খোজনিতে শিক্ষক ও মায়ের ভূমিকা নিলেন ইউএনও সুস্মিতা সাহা।
বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপূর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণকালে কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়ার খোজ নেন, এসময় তিনি একজন শিক্ষক হিসাবে ইংরাজি ক্লাস নিয়ে শিশুদের লেখা পড়ায় উৎসাহিত করেন।
বিদ্যালয়টি পরিদর্শণকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতির হার সহ তাদের লেখাপড়ার মান যাচাই ও সকল কার্যক্রমে সন্তোস প্রকাশ করে আরও লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুবির কুমার ঘোষ, শাহীন সিরাজ,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম সহ সকল সহকারী শিক্ষক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর