ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা
ও ইসলামি সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে
নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে আলোচনা
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:উজ্জ্বল কুমার কুন্ডু,হরিণাকুণ্ডু থানার এসআই অনিশ মন্ডল।শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিবর্গ,স্থানীয় সাংবাদিকগণ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। আলোচনা সভায় বক্তরা ১৯৭১ সালে ২৫ মার্চ ভয়াল কালোরাতে বাংলাদেশকে মেধাশুন্য করার লক্ষে বুদ্ধিজীবী সহ নিরীহ বাঙ্গালীর উপর পশ্চিম পাকিস্তানী সেনারা নির্বিচারে গুলি হত্যা করে এ বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।