হরিণাকুণ্ডুতে পারিবারিক কলহের জেরে গলায় শাড়ি পেঁচিয়ে মনোরা খাতুন (৭০)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (৩ জুন )সকালে উপজেলার ভায়না ইউনিয়নের দোবিলা এলাকার বসবাসকারী স্বামী মৃত জিবারত খাঁ এর সহধর্মিণী তার নিজ ঘরের আড়ায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে,তাদের মা দীর্ঘদিন পেটে ব্যাথা ও মাথায় অসুবিধার কারণে জালা যন্ত্রণা সইতে না পেরে শনিবার ফজরের নামাজ শেষে তার নিজ ঘরের আড়ায় কাপুড় পেচিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির বড় ছেলে ইয়ামিন খাঁ জানায় আমার বাবা আমাদের ছেড়ে অনেক ছোট্টকালে মারা গেছে। আমার মা অনেক কষ্টে আমাদের বড় করেছেন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বুঝা যাবে প্রকৃত রহস্য বলে জানান হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবু আজিফ।