ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনে কন্যাশিশুদের বাইসাইকেল র্যালী ও ধীরে বাইসাইকেল চালানো প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পূরুষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ক্রীড়া সংসার মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানাভীর হোসেন এর সভাপতিত্বে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাসুরা খাতুন।
এছাড়াও শিশুকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী,প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম সাইফুজ্জামান ও সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রানা আহম্মেদ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতা শেষে বিজয়ী কোমলমতি কন্যাশিশুদের মাঝে পূরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি,প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।