হরিণাকুণ্ডুতে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য আয়োজন

হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

 

 

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার করার মধ্যদিয়ে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস ।
দিবসটি উদযাপনে শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শামিমা নাছরিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জল কুন্ডু,এছাড়াও সমবায়ী আলতাপ হোসেন, আফাঙ্গীর হোসেন, শরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন ।
পরে সমবায়ীদের হাতে ঋণের চেক ও ক্রেস্ট সহ সনদপত্র তুলে দেন সভার সভাপতি ও প্রধান অতিথি।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর