ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের (জিওবি) কার্যক্রমের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সেলিম আহমেদ প্রমুখ।
নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ করলেই কেবলমাত্র কন্যা সন্তানের সুশিক্ষা নিশ্চিত করা সম্ভব।তাছাড়া নারী ও শিশুর সার্বিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সামগ্রিক উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। সে জন্য কন্যা শিশুকে শিক্ষিত, মার্জিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।