ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন সুস্মিতা সাহা।
বুধবার সকালে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম এর কার্যালয়ে যোগদান শেষে বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয় হরিণাকুণ্ডুতে আসেন এবং জাতীয় দূর্যোগ প্রস্তুতী দিবসের র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
নবাগত ইউএনও সুস্মিতা সাহা বি,সি,এস ৩৪ তম ব্যাচ এর কর্মকর্তা হিসাবে দ্বায়ীত্ব রত ছিলেন।
তিনি ইউএনও হিসাবে হরিণাকুণ্ডুতে যোগদানের পূর্বে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক হিসাবে দ্বায়ীত্ব রত ছিলেন। তিনি ইতিপূর্বে খুলনা বিভাগের রুপসা ও তেরখাদা উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসাবে দ্বায়ীত্ব পালন করেছেন।
পদায়নের পর হরিণাকুণ্ডুতে প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন তিনি।
নাবাগত ইউএনও সুস্মিতা সাহাকে হরিণাকুণ্ডু উপজেলা সকল শ্রেণী পেশার মানুষ সাধুবাদ সহ স্বাহত জানিয়েছেন।