হরিণাকুণ্ডুতে প্রান্তিক দরীদ্র কৃষকদের মাঝে সার বিতরণ
হরিণাকুণ্ডু থেকে মো: রাব্বুল ইসলাম
ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে বন্ধু মহল – ১৯৭৪ এর আয়োজনে প্রান্তিক দরীদ্র কৃষকদের মাঝে আমন ধান চাষের জন্য সার বিতরণের উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ।
রবিবার সকালে বন্ধু মহল-১৯৭৪ এর উপজেলা সভাপতি আব্দুর রউফ মল্লিকের সভাপতিত্বে মাহাবুব মোরশেদ শাহীনের সঞ্চালনায় বিশিষ্ট কৃষিবীদ নজরুল ইসলাম মল্লিকের অর্থায়নে ও ব্যবস্থাপনায় ২৮০ জন কৃষকের মাঝে সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা আরশেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক ও পৌর মেয়র প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক , বন্ধু মহলের সদস্য ঈদ্রীস মল্লিক ।
এসময় উপস্থিত ছিলেন , পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম , সাবেক প্রধান শিক্ষক কামাল মল্লিক , সবুজ মল্লিক , রকি মল্লিক প্রমূখ।