ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় তাহেরহুদা ইউনিয়ন পরিষদ একাদশকে ২–০ গোলে হারিয়ে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
এর আগে শনিবোার সকালে টুর্ণামেন্টের পাচটি ম্যাচ শেষে প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পৌরসভা একাদশ রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ একাদশকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। একই সময়ে দ্বীতিয় সেমিফাইনালে তাহেরহুদা ইউনিয়ন পরিষদ একাদশ ৩–০ গোলে চাঁদপুর ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনাল খেলায় ধারাভাষ্যকার ছিলেন আব্দুস সামাদ আজাদ দিপু ও মোঃ নাজিম উদ্দীন মাষ্টার।
শনিবার বিকালে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে পূরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুজ্জামান তাজু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবু আজিফ, পৌরসভার মেয়র ফারুক হোসেন, তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ।
সেরা খেলোয়াড় তাহেরহুদা ইউনিয়ন পরিষদ একাদশ এর তরিকুল ইসলাম এর ও স্রেষ্ঠ গোলদাতা পৌরসভা একাদশ এর রজন সহ ম্যান অব দা ম্যাচ পৌরসভা একাদশ এর সৌহার্দ কে পূরুষ্কৃত করাশেষে চ্যাম্পিয়ান পৌরসভা একাদশ এর দলনেতার হাতে এবং রানারআপ,তাহেরহুদা ইউনিয়ন পরিষদ একাদশ এর দলনেতার হাতে চ্যাম্পিয়ান ও রনারআপ কাপ তুলে দেন প্রধান অতিথি জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।