ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে বিদায়ী ইউএনও সুস্মিতা সাহা কে বিদায়ী সংবর্ধনা জানালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও ইউপি চেয়ারম্যান বৃন্দ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভুমি) নিরুপমা রায়, পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহীন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রাণী, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,জাহিদুল ইসলাম বাবু,মঞ্জুর রাশেদ, আবুল কালাম আজাদ,বসির আহম্মেদ,শরাফত দৌলা ঝন্টু,কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসার৷,উপজেলা ইন্জিনিয়ার রকিবুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি ও বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সুস্মিতা সাহা কে বিভিন্ন উপঢৌকন সহ ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষথেকে জানাগেছে, নতুন ইউএনও মোঃ আক্তার হোসেন যোগদান করার পূর্ব পর্যন্ত সহকারী কমিশনার(ভূমি) নিরুপমা রায় ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে দ্বায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য বিদায়ী ইউএনও সুস্মিতা সাহা যশোর জেলার চৌগাছা উপজেলায় এবং নবগত ইউএনও মোঃ আক্তার হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে হরিণাকুণ্ডু উপজেলাতে ইউএনও হিসাবে যোগদান করেছেন।