ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লকডাউনের ৬ষ্ঠ দিনে করোনা ভাইরাস সংক্রমণে প্রতিরোধে বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৬হাজার টাকা জরিমানা করলেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
বুধবার তিনি উপজেলার শাখারীদহ বাজার,চারাতলা বাজার, মান্দারতলা বাজার সহ বিভিন্ন মোড় ও বাজারে দোকান খোলা রাখা,মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করলেন।
এসময় থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম মোল্লা, সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।