ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবেই বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, অস্ত্র ও মাদক কারবারের সাথে জড়িতসহ নানা অপরাধে এসব আসামিদের গ্রেপ্তার করে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।