হরিণাকুণ্ডুতে বিভিন্ন শ্রেণীপেষার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৮৮ বার পঠিত

 

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন শ্রেণীপেষার মানুষের সাথে মতবিনিময় করলেন ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী কার্যক্রমের অংশ হিসাবে প্রসুতি স্বাস্থ্য,শিশুদের শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাপ “নিরাময়” এর উদ্বোধন করেন।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে ও সঞ্চালনায় মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সাংবাদিক,সরকারী কর্মকর্তা,শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সথে নবাগত জেলা প্রশাসক,অনুষ্ঠানের প্রধান অতিথি আনন্দঘন পরিবেশে মতবিনিময় করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবু আজিফ,পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন,সরকারী লালনশাহ্ কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন।
সরকারী কর্মকর্তাদের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, ইউপি চেয়ারম্যানদের পক্ষে এ্যাডঃ বজলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুজ্জামান তাজু, প্রেসক্লাব হরিণাকুণ্ডু এর সভাপতি এইচ মাহবুব মিলু, সাংবাদিক জায়ফিরুল ইসলাম,ইমাম সমিতির সভাপতি মাউলানা ময়নদ্দীন আহমেদ, পূজা উদযাপন পরিষদের নেতা বাবু বিস্বনাথ সাধুখা,সুশীল সমাজের নেতৃা ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মসলেম উদ্দীন, প্রধান শিক্ষক নিয়ামত আলী, বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, বসির উদ্দীন,নাজমূল হুদা তুষার,আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম বাবু মিয়া, সরকারী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সানাওয়াত, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,সমাজসেবা অফিসার শিউলি রাণী,পল্লীবিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী ইউনুস আলী,উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সুপার ভাইজার ওলিউর রহমান রনি, উপজেলা প্রকৌশূলী রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াসিকুর রহমান।
সবশেষে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এমিপও ভূক্ত মাধ্যমিক স্তরের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এছাড়াও তিনি সকল অনুষ্ঠানের পূর্বে প্রথমে হরিণাকুণ্ডু থানা পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বৃক্ষ রোপণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর