ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় দুই ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
তিনি জানান, দুপুরে শহরের হরিণাকুণ্ডু বাজার এলাকার মুদি ব্যবসায়ি মনোরঞ্জন পালকে ৫ হাজার ও আশুতোষ পালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ সালের ৪ ও ১০ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী,
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সহকারী আসাদুল ইসলাম ও প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে থানা পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।