হরিণাকুণ্ডুতে শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছেন ইউএনও সুস্মিতা সাহা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮১ বার পঠিত

 

 

হরিণাকুণ্ডুতে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর নির্দেশনায় প্রাথমিক স্তরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ,শিক্ষার মান সহ বিদ্যালয়টির শ্রেণীগত মান বৃদ্ধির জন্য প্রয়াসে নির্বাহ অফিসার সুস্মিতা সাহা নিজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের ক্লাস নেন।

তারই অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে পৌরসভাধীন ৮৮নং বৈঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি
এবং বিভিন্ন শ্রেণীকক্ষে ছেলেমেয়েদের সাথে সময় কাটান এবং ক্লাস নেন।
এসম তিনি বিদ্যালয়টির নিতন লাইব্রেরি কক্ষ উদ্বোধন করেন, পাশাপাশি তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান। তিনিও কোমলমতি ছেলে মেয়েদের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা দেন মানুষ গড়ার কারিগর হওয়ার নিমিত্তে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর