ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিক্ষার মান তরান্মিত করা সহ হতদরিদ্র শিক্ষার্থীদের দেশের সম্পদে পরিনত করার লক্ষে ও প্রাকৃতিক ভারসাম্য রাক্ষার নিমিত্তে দশ(১০) সদস্য সন্তানদের মাঝে পাচ ক্যাটাগরিতে শিক্ষা উপবৃত্তি(নগদ অর্থ) সহ গাছের চারা বিতরণ করলো গ্রামীন ব্যাংক হরিণাকুণ্ডু শাখা।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা এরিয়ার ঝিনাইদহ জোনের গ্রামীন ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর প্রতিনিধি ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন বিশেষ অতিথি হিসাবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব হরিণাকুণ্ডু’র সভাপতি এইচ মাহবুব মিলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সেকেন্ড ম্যানেজার বাবুল আক্তার।
এসময় হরিণাকুণ্ডু শাখার অফিসার আঃ কুদ্দুস,এস এ ইদ্রীস,মোঃ অসাদুজ্জামান,মোঃ ফিরোজ উদ্দীন,মোঃ সেলিমুজ্জামান,গোলাম রসুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
শাখাটির ম্যানেজার অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম আরও জানান শিক্ষার মান তরান্মিত করা সহ শিক্ষার্থীদের সম্পদে পরিণত করার লক্ষে ইতমধ্যে ৭৬ জন হতদরীদ্র মেধাবী সদস্য সন্তানদের মাঝে সর্বনিম্ন ৭৫ হাজার টাকা থেকে সর্বচ্য চার লক্ষ উনসত্তুর হাজার টাকা পর্যন্ত শিক্ষা ঋণ বিতরণ করা হয়েছে।