হরিণাকুণ্ডুতে ২০০ গ্রাঁম গাঁজাসহ মাদক বিক্রেতা শাকিল গ্রেফতার
হরিনাকুন্ডু থেকে মো :রাব্বুল হাসান
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ ২০০ গ্রাম গাজাসহ শাকিল জোয়ার্দ্দার নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
শাকিল (২২)উপজেলার শিতলী গ্রামের মিঠূ জোয়ার্দ্দারের ছেলেে।
হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লার নির্দেশে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স শিতলী জোয়ার্দ্দার পাড়া পুকুরের পাড় থেকে শাকিলকে গাজা সহ গ্রেফতার করে।
এসআই আলমগীর জানান বেশ কিছুদিন ধরে পুলিশ মাদক বিক্রেতা শাকিলকে ধরার চেষ্টা চালাচ্ছিল, গ্রেফতার কালীন সময়ে সে গাজা বিক্রয়ের প্রস্তুতী নিয়ে ঐ স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে হরিনাকুন্ডু থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোর্পদ করা হবে।