হরিণাকুণ্ডু উপজেলার লালন সড়কের বেহাল দশা;দূর্ভোগের স্বীকার লক্ষ লক্ষ মানুষ

হরিণাকুণ্ডু থেকে মোঃরাব্বুল ইসলাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫২৮ বার পঠিত




ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লালন শাহ সড়কের প্রিয়নাথ স্কুল হতে জোড়াদাহ,বাকচুয়া পর্যন্ত বেহাল দশা। বছরের পর বছর নানা দূর্ভোগের স্বীকার হয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ।উপজেলার এই প্রধান সড়কের মাঝখানে পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
হরিণাকুণ্ডু উপজেলার একটি মাত্র প্রধান সড়ক জেটা কিনা কুষ্টিয়া আলমডাঙ্গা গামী লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। দ্বীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকায়,ভাঙ্গাচুরা ও খানা খন্দে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়ক দিয়ে হাজার হাজার মানুষ, বিভিন্ন যনবাহন চলা চল করলেও কর্তৃপক্ষের কোনও মাথা ব্যাথা নেই।জনগূরুত্বপূর্ণ এই সকটির বিভিন্ন স্থানে খানা খন্দে ভরে গেছে।জন চলাচলের বিঘ্ন ঘটনার পাশাপাশি নানা দূর্ভোগে স্বীকার হচ্ছে সাধারণ জনগন।প্রতিদিন কোনও না কোনও স্থানেও ঘটছে দূর্ঘটনাও। সড়কটি সংস্কার বিহীন পড়ে থাকায় স্থানীয় উপজেলাবাসীর ক্ষোভের শেষ নেই। প্রতি বছর শুকনো মৌসুমে কোনও রকম ভাঙ্গা সড়ক দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে তাদের কষ্টের সীমা থাকে না।আধাঘণ্টার পথ যেতে সময় লাগছে দ্বিগু। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায়, রাস্তাটির দ্রুতই সংস্কার করা হোক এমনটাই দাবী এলাকাবাসীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর