হরিণাকুন্ডু উপজেলার এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী (জিপিএ-৫ প্রাপ্ত) ৬০০ শত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলা ক্রীড়াসংস্থার মাঠে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় এবং কথন সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
জননেতা সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কিসি কলেজের সাবেক অধ্যক্ষ বি এম রেজাউল করিম।
প্রধান আলোচক ছিলেন সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ,হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন,হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক সহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী ৬০০ কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুল এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।