ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সাংসদ সদস্য নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে আওয়ামীলীগ মনেনীত প্রার্থীর জয় নিশ্চিতে পৌরসভা এলাকার নেতা কর্মীদের উপস্থিতিতে নির্বাচনে করণীয় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মগলবার বিকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌরসভার মেয়র ও সাবেক ছাত্রনেতা মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র শাহীনুর রহমান রিন্টু, আহবায়ক মোঃ ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকী শিলু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাফেদুল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের নেতা আরুজ্জামান পলাশ,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ মারুফ,পৌর প্যানেল মেয়র সিদ্দীকুর রহমান,পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, হাসেম আলী, রেজাউল ইসলাম, আবু আসাদ রুনু,বাবুল আক্তার,নিখিল হালদার পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর সায়েরা খাতুন,নারগীস পারভীন,সম্পা খাতুন,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ টুনু,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসাইন আলী, লালনশাহ কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুল রেজা,সাধারণ সম্পাদক রানা মিয়া সহ পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড সভাপতি,সাধারণ সম্পাদক ও নেতৃবৃব্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদোশ আওয়ামিলীগ কতৃক মনোনীত দলীয় প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি(নৌকা)র জয় নিশ্চিতে বিভিন্ন কৌশল সহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়।