ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করলেন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে উনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ভায়না ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা তুষার,জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ, চাঁদপূর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,দৌলতপূর ইউপি চেয়ারম্যান একেএম আজাদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) আক্তারুজ্জামান লিটন,থানা সেকেন্ড অফিসার এসআই দীপ্তেশ রায়,এসআই মহাসিন,এসআই দীপঙ্কর,এসআই আলাউদ্দীন,এসআই অনিস, প্রেসক্লাব হরিণাকুণ্ডু,র সভাপতি এইচ মাহবুব মিলু, সাধারণ সম্পাদক রাব্বুল হুসাইন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাংবাদিক সৌরভ হোসেন সহ পৌরসভা সহ আট ইউনিয়নের ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টে হরিণাকুণ্ডু থান,পৌরসভা ও আট ইউনিয়ন পরিষদের মোট দশ(১০) টি টিম অংশগ্রহণ করছে।
আগামী ১৭ ডিসেম্বর সন্ধা সাত(০৭) টায় থানা চত্তরে চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
টুর্ণামেন্টটি সার্বীক পরিচালনা করছেন থানা সেকেন্ড অফিসার এসআই দীপ্তেশ রায়।
রেফারি হিসাবে দ্বায়ীত্ব পালন করেছেন পলাশ আহমেদ ও আনিচুর রহমান।
থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে বলেন একমাত্র খেলাধুলাই সকল বয়সের মানুষকে অন্যায় ও অপকর্ম থেকে দূরে রাখতে পারে,সেটা ভেবেই আমাদের এই আয়োজন।
এছাড়াও তিনি উপজেলা সকল শ্রেণী পেষার মানুষকে এই খেলা উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন।