হরিণাকুন্ডুতে নিয়োগ বাণিজ্য

হরিনাকুন্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার পঠিত

 হরিণাকুন্ডুর ফলসী মাধ্যমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে। এই দুই পদে ১২ জন প্রার্থী আবেদন করেছে এবং একাধিক প্রার্থীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। আগামী কাল সোমবার (১৭ অক্টোবর) নিয়োগ বোর্ড হরিণাকুন্ডু সরকারি বালিকা বিদ্যালয়ে বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

 

পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পাবেন ফলসী গ্রামের মানোয়ার হোসেনের ছেলে রুবেল এবং নিরাপত্তা কর্মী পদে নিয়োগে পাবেন শিংগা গ্রামের মুনতাজ মন্ডলের ছেলে হাসান আলী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, আমি এব্যাপারে কিছু জানিনা সভাপতিই সবকিছু করছেন। কার কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে তাও এলাকার মানুষ জানে। উল্লেখিত দুজন ব্যক্তি নিয়োগ পেলে নিয়োগ বাণিজ্যের বিষয়টি পরিস্কার হবে।

 

টাকা দিয়েও যারা নিয়োগ পাবেন না তারা পরে মুখ খুলবেন বলে জানা গেছে। এলাকার সাধারণ মানুষ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর