ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনাকালীন ও রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহার পেয়েছেন ৫শ‘ হতদরিদ্র অসহায় নারী-পুরুষ।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রকল্পের প্রাপ্ত অর্থ থেকে রবিবার সকালে উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের কয়েকটি স্থানে ওই ইউনিয়নের ৫শ‘ হতদরিদ্র নারী-পুরুষকে নগদ ৫শ‘ টাকা করে মানবিক সহায়তা দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, পিআইও জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। ও সোমবারে অসহায় দুস্তদের মাঝে ভি. জি এফ এর আওতায় ৮২৩ জন কে ৪৫০ টাকা করে বিতরণ করেন।