হরিণাকুন্ডুতে ৪২তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
হরিনাকুন্ডু থেকে মো : রাব্বুল ইসলাম
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি‘ প্রতিপাদ্যের ওপর অনুষ্ঠিত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এবারের বিজ্ঞান মেলায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
পরে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ বক্তব্য দেন। বিকেলে মেলার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়