হরিণাকুন্ডু পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণ মূলক উন্মুক্ত বাজেট ঘোষণা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৪ বার পঠিত

 

 

 

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের নতুন করে কর আরোপ ছাড়াই বিগত তিন বছরের নির্ধারিত ধর্যকৃত কর বহাল রেখেই ৩৯ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৮’শত ১২ টাকার উন্নয়ন ও জনকল্যণ মূলক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে হরিণাকুন্ডু পৌরসভা চত্বরে মেয়র ফারুক হোসেন এ বাজেট ঘোষণা করেন।
এবারে রাস্তাঘাট ড্রেন ও ফুটপাত নির্মাণে বেশী অর্থ বরার্দ্দ রাখার পাশাপাশি শিক্ষা সা সংস্কৃতি ও খেলাধুলা ক্ষাতে বিগত অর্থবছরের তুলনায় এবারে বেশী বরার্দ্দ রাখা হয়েছে, এছাড়াও পৌরসভার নিম্ন আয়ের হতদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা কমাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বরার্দ্দ রাখা হয়েছে।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা শাহা, অবসর প্রাপ্ত মেজর আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মুক্তার হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি রাফেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক রুবেল রানা। বাজেট অধিবেশনে পৌর প্যানেল মেয়র সিদ্দীকুর রহমান, পৌর উপ-সহকারী প্রকৌশলী রাশেদ আলী খান,প্রধান সহকারী মকবুল হোসেন, হিসাব রক্ষক ইকরামুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেট সভার আলোচনা শেষে নতুন অর্থবছরের এই বাজেট ঘোষনা করেন, মেয়র ফারুক হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর