হরিনাকুণ্ডুতে আবাদী জমি থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন,অবৈধ স্থাপনা ধ্বংস করলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৫২ বার পঠিত

হরিনাকুণ্ডুতে আবাদী জমি থেকে বালু উত্তোলন বন্ধের
দাবীতে মানববন্ধন,অবৈধ স্হাপনা ধ্বংস করলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

হরিনাকুন্ডু থেকে মো: রাব্বুল ইসলাম

হরিনাকুন্ডু উপজেলার নরায়নকান্দী গ্রামে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের কারণে শত শত বিঘা কৃষিজমি বাগান আজ বিরাট ক্ষতির সম্মুখীন।
বালু উত্তোলনের ফলে একদিকে যেমন ধসে যাচ্ছে শত শত বিঘা জমি অন্যদিকে জমি গুলো কৃষি কাজের অনুপযোগী হয়ে পড়ছে। সেই সাথে কৃষকের করুণ অবস্থা।
ওই সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়,
আক্তার মেম্বারের অবৈধ ভাবে বালি উত্তোলন স্থাপনা উচ্ছেদ ও বালি উত্তোলনকাজে ব্যবহারিত তিনটি স্যালোমেশিন জব্দ এবং আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের পাইপ ও ব্যরেল সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ,নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , সহকারী কমিশনার (ভূমি) রিজিয়া আক্তার চৌধুরী , থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।
উল্লেখ্য জেলা প্রশাসক বালি উত্তোলন কারীদের(আক্তার মেম্বার) গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।

তথ্য-০২ডিঃ২০২০ইং

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর