হরিনাকুণ্ডুতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

হরিনাকুণ্ডু(ঝিনাইদহ)থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৭২ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত আহত হয়েছেন ১৫ জন। আজ শুক্রবার (৬ মে) সকালে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিক্রয় করা জমি নিয়ে কয়েক মাস ধরে ওই গ্রামের বজলু ফকিরের সাথে একই গ্রামের নাসিম মোল্লার বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ ওই জমিতে থাকা ফসল নষ্ট করে চাষ করে বজলু ফকিরের লোকজন। এতে বাধা দিলে নাসিম মোল্লাকে মারধর করে তারা। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম আমাকে জানিয়েছেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর