ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তিন দিন ব্যাপি ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা,ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট বজলুল রহমান,ক্রীড়া সংস্থা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম সাইফুজাম্মান তাজু,এছাড়াও হরিনাকুন্ডু উপজেলার
মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান জানান, উপজেলার ৪১টি স্কুল,১২ টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার আনুমানিক ৫০ টি ইভেন্টে অংশগ্রহণ করছেন।