হরিনাকুণ্ডু পৌর বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু
হরিনাকুন্ডু থেকে মোঃ রাব্বুল হাসান
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা পৌর বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু।
মেয়র শাহিনুর রহমান রিন্টু বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে আমার নির্বাচনী এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি জাতি ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল। তারই ধারাবাহিকতায় ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,যাঁর অপরিসীম ত্যাগ ও আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি।এবং আমার নির্বাচনী এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ ও দেশবাসীর সুখ ও সাফল্য কামনা করি।সবাইকে অন্তরের অন্তস্থল থেকে জানাই বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন।