গাঁজাসহ মাদক মামলার আসামি আটক-কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ২৯৪ বার পঠিত

 

মেহেরপুরে ৪’শ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি মোঃ আব্দুল কাদের(৩৫)কে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার সন্ধা ৭টার মেহেরপুরের ইসলামনগর পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ আবাদুল কাদের মেহেরপুর ইসলামনগর দক্ষিন পাড়ার মৃত আব্দর রহমানের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম গাংনীর চোখকে জানান,রবিবার সন্ধায় মেহেরপুর ইসলামপুর পূর্বপাড়ায় মাদক বিরোধি অভিযান চালিয়ে মাদক মামলার আসামী আব্দুল কাদেরকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি গাংনীর চোখকে আরো জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য হবে ১০ হাজার টাকা। আটক আব্দুল কাদেরের বিরুদ্ধে ০২টি মাদকের মামলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর