গাংনী থেকে মনিরুল ইসলাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৪০ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুরে মোটরসাইকেল এবং আলগামনের মুখোমুখি সংঘর্ষে রবিউল (২০) ও সুলতান (১৮) নামের দুই যুবক আহত হয়েছে। আহতদের মেহেরপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রবিউল গাংনী উপজেলার গাড়াবারিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। এবং সুলতান একই গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

জানা গেছে রবিউল এবং সুলতান মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে নিশ্চিন্তপুর এর কাছে বিপরীত গামী একটি আলগা মনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক আরোহী দুজনে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন।তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর