Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ১১৫ বার পঠিত

করোনাভাইরাসে স্কয়ার হাসপাতাল পরিচালকের মৃত্যু

স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

রোববার বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।

বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন।

মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মির্জা নাজিম বিএমএর আজীবন সদস্য ছিলেন।

গত ৪ জুন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআর সারা দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৮ জন চিকিৎসকের মারা যাওয়ার তথ্য জানিয়েছিল। এরপর আরও দুজনের মৃত্যু হয়।

এছাড়াও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এফডিএসআর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর