মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মাদক মামলার পলাতক আসামী জয়নাল হক (৪০),মেহেরপুর জেলা শহরের মন্ডল পাড়ার মৃত ইব্রাহিম (বিহারী)-এর ছেলে মাদক ব্যবসায়ী শের খাঁ ওরফে সেরেকুল (৪৮) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃজ্ঞপুর ধলা গ্রামের মৃত হেমাজুদ্দীনের ছেলে বাসিরুল হক (৪০)।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে মেহেরপুর ডিবি পুলিশের এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে শের খাঁনকে মেহেরপুর পৌর ঈদগাহ এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের একটিদল অভিযান চালিয়ে মেহেরপুর বেড় পাড়া থেকে ৫শ গ্রাম গাঁজাসহ বাসিরুল ইসলামকে আটক করে।
এছাড়াও এর আগের দিন সোমবার অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী জয়নাল হককে মেহেরপুর এলাকা থেকে আটক করা হয়।
একটি মাদক মামলার পলাতক আসামী ছিলেন জয়নাল হক।