কুষ্টিয়াতে করোনোই মৃত্যু আরো দুজন।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ১৯৯ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় আরও দু‘জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে এ পর্যন্ত করোনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

আকবর আলীর (৬৫) বাড়ি কুষ্টিয়া শহরের চর আমলপাড়া ও আসাদুল ইসলামের (৫০) বারখাদা ত্রিমোহনীতে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, মারা যাওয়া দুজনই করোনা পজিটিভ ছিলেন। আকবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মারা যান। আর আসাদুল নিজের বাড়িতে বুধবার সকালে মারা যান।

তিনি আরও জানান, আকবর আলী গত সোমবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলসন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

আসাদুল ১৩ জুন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। নিজ বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর