ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় বিআরটিএ কর্মকর্তা নিহত
মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে গুয়াগা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাসুদ রেজা বসুনিয়া (৩৩) নামে কর্মকর্তা নিহত হয়েছেন। মাসুদ রেজা মাসুদ রেজা নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নতুন বাবু পাড়া গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে। তিনি নীলফামারী জেলার বিআরটিএ অফিসের কর্মকর্তা হিসেবে চাকুরী করতেন।
প্রাইভেট কারের চাঁকা বিকল হলে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী মতে, প্রাইভেট কার যোগে রানীশংকৈল উপজেলার বনগাঁও নানীর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ তার প্রাইভেট কারের সামনের চাঁকা বিকল হয়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ওই কর্মকর্তা।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাসুদ রেজা নীলফামারির বিআরটিএ অফিসের কর্মকর্তা ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়িটি থানায় আনা হয়েছে।