গাংনীতে ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২২২ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে ২৪বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।আজ রবিবার দুপুর ৩টার দিকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন ,গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মধ্যপাড়ার মৃত জৌলুস মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম মন্ডল(৩৫) ও আশাদুল ইসলামের ছেলে আশিক হোসেন (১৯)।

মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, উপজেলার হাড়াভাঙ্গা এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবীবের নেতৃত্বে এসআই সুলতান মাহমুদ, এএসআই আহসান হাবিব ও এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে জিয়ারুল ও আশিককে ২৪বোতল ফেনসিডিলসহ আটক করে।

তিনি আরো জানান, আটককৃত জিয়ারুল ও আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত জিয়ারুল ইসলামের নামে ইতিপূর্বে আরো একটি মাদক মামলা রয়েছে যা এখনো বিচারাধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর