মেহেরপুরের দারিয়াপুর বাজার থেকে ২ বোতল ফেন্সিডিলসহ ১-জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহঃবার (১৪ এপ্রিল), বিকেল সাড়ে ৪ঃ৩০মিঃ এ তাকে আটক করা হয়।
আটককৃত, আজিবর রহমান(৩১), মেহেরপুরের মজিবনগর থানার দারিয়াপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সাইফুল আলম জানান, মেহেরপুরের দারিয়াপুর বাজার এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আজিবর’কে আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।