কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে খুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৬১৯ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাতে তাদের কেউ শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ছানোয়ারা খাতুন (৪৯) জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজকে (৯) রাতে কে বা কারা শ্বাসরোধ করে হত্যার পর দুই কক্ষে তাদের মরদেহ ফেলে রেখে যায়।

সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। দু’কক্ষে মা ও ছেলে মরদেহ পড়ে রয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর