মেহেরপুরে গাংনীতে সাপে কেটে রিতা খাতুন(১১)নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।গতকাল সোমবার(৫জুলাই) রাতের কোনো এক সময় তাকে বিষধর সাপ দংশন করে।নিহত রিতা খাতুন উপজেলার কোদালকাটি ইদ্রিস আলীর মেয়ে।
নিহত রিতার পরিবার সূত্রে জানা যায়,নিহত রিতা গতকাল খাওয়া-দাওয়া শেষ করে তাদের কাছে ঘুমাতে চাই। রাতের কোনো এক সময় তাকে বিষধর সাপ দংশন ডান হাতের করে। সকালবেলায় পরিবারের লোকজন ডাকাডাকি করলে সারা না পেয়ে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়।সাপে কাটার বিষয়টি তথ্যটি নিশ্চিত করেছেন কুমারীডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ লিয়াকত আলি।