উলিপুরে শোকাবহ জেলহত্যা দিবস পালিত।

শাহীন মন্ডল, উলিপুর,কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৫৫৮ বার পঠিত

কুড়িগ্রামে উলিপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পালিত হলো জেল হত্যা দিবস।আজ সকাল ৯ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা,দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।,এক মিনিট নিরবতা পালন, ছবিতে মাল্যদান ও শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য উলিপরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলাম রফিক সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ অঙ্গ ও সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিন মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে। সেদিনের ওই ঘটনা দেশবাসীসহ সমগ্র বিশ্ব স্তম্ভিত হয়েছিল। কারাগারের নিরাপদ আশ্রয়ে জঘন্য ও বর্বরোচিত এই হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পৌর ৫নং ওর্য়াডের আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম বাদশা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর