কােমল পানি স্পিড ভেবে-আগাছানাশক বিষপানে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৯০ বার পঠিত

কােমল পানি স্পিড ভেবে-আগাছানাশক বিষপানে গৃহবধূর মৃত্যু

তারেক,মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়াা ইউনিয়নের অাকুবপুুর গ্রামে আগাছানাশক বিষপানে রত্না খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূ রত্না আকুবপুর গ্রামের সজিব অাহমেদ-এর স্ত্রী।

শনিবার দুপুরে রত্নার মৃত্যু হয়।

রত্নার শ্বশুর বাড়ির লােকজন জানায়,রত্নার স্বামী সজিব ক্ষেতের আগাছা দমনের জন্য বিষ কিনে একটি কােমল পানির বােতলে রাখে। ঘরে রাখা বিষ কােমল পানি ভেবে রত্না পান করেন। এসময় সে অসুস্থা হয়ে পড়লে,তাকে প্রথমে গাংনী। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত ডাক্তার রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। রােগীকে কােনভাবে বাঁচানাে সম্ভব নয় ডাক্তারের এমন বিষয় টের পেয়ে রত্নাকে বাড়ি ফেরত নেয়া হয়। এক পর্যায়ে সে মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর