কুড়িগ্রামে আওয়ামী লীগের বর্ধিত সভা ও শেখ রাসেল পৌর অডিটোরিয়াম উদ্বোধন।

শাহীন মন্ডল, উলিপুর,কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭১১ বার পঠিত

বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়াম উদ্বোধনকালে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বেশ কয়েকজন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। দু’চার জনের জন্য সমগ্র যুবলীগ দায় নিতে পারে না। যে অন্যায় করুক সে যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। যাদের দ্বারা যুবলীগ কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যে সারা দেশে বার্তা দিয়েছেন।
পরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়াম পৌর হলরুমে বহুল প্রতিক্ষিত জেলা-উপজেলা কাউন্সিল গঠনের লক্ষে অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিএম মোজ্জামেল হক।
জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক এমপি মো: জাফর আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, কুড়িগ্রাম-১ আসন সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি এমএ চাষী করিম, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা যুবলীগ আহবায়ক রুহুল আমিন দুলাল, ছাত্রলীগ সভাপতি রাকিব, সাধারন সম্পাদক রনি, সহ জেলা উপজেলা পর্যায়ের নেতা-কর্মীগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর